রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, রাত ১২:২৮ সময়
বন ও পরিবেশ রক্ষায় দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা; সৈয়দা রেজওয়ানা হাসান
আলমগীর কবীর:
বুধবার ৯ এপ্রিল ২০২৫ইং সকালে গাজীপুরের সাফারী পার্ক পরিদর্শনে আসেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা হাসান।
তিনি বলেন, বাংলাদেশের ট্রানআজিট ব্যবহার করে বিলুপ্তপ্রায় প্রাণী গুলো পাচারে যারা যুক্ত আগে তাদের খুঁজে বের করতে হবে।
সাফারি পার্কে পরিদর্শনে পার্কের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোস প্রকাশ করেন তিনি। সরকারী ব্যবস্থাপনায় সাফারি পার্কের নিরাপত্তা ও দায়িত্ব পালনে কর্মকর্তাদের অবহেলা প্রাথমিকভাবে প্রমান পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন,বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী,গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন,পুলিশ সুপার ড.চৌধুরী মো: যাবের সাদেক,বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারী, সেন্ট্রাল সার্কেলের বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন আকন,গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।